সাভার ইউনিয়নের পশ্চিমে সাভার পেৌরসভা, পূর্বে আশুলিয়া ও বিরুলিয়া, উত্তরে পাথালিয়া, দক্ষিনে বনগাঁও। কালের স্বাক্ষী বহনকারী বংশী নদীর তীরে গড়ে উঠা সাভার উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল সাভার ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ সাভার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – সাভার ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১০.২০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪৫,৮৮৭ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ০৯ টি।
চ) হাট/বাজার ছোট -২ টি। (অস্থায়ী)
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস,সিএনজি/রিক্সা ইত্যাদি।
জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩ টি,
মাদ্রাসা- ২১টি
মসজিদ - ৪৪ টি
কবরস্থান - ১৫ টি
মন্দির - ০৩ টি
গির্জা- ০৩ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সোহেল রানা
জনপ্রতিনিধি গণ :
১. মাসুম
২.মোঃ ইলিয়াস
৩. মোঃ আঃ করিম
৪. মোঃ মজিবুর রহমান
৫.মোঃ আবদুর রহমান
৬. শাহীনুর রহমান শাহীন
৭. মোহাম্মদ আরিফ হোসেন
৮.জন মিল্টন ডি রোজারিও
৯.মোঃ জালাল উদ্দিন খান
এছাড়া মহিলা প্রতিনিধিঃ
১। আঞ্জুমান আরা - ১,২,৩
২। মনোয়ারা আক্তার-৪,৫,৬
৩। কানিজ ফাতেমা -৭,৮,৯
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মিনি চিড়িয়াখানা, ঠিকানাঃ সাভার মিলিটারী ফার্ম, সাভার, ঢাকা।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০২০।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৭/০১/২০২২ ইং
২) প্রথম সভার তারিখ – ০১/০২/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০২/২০২৭ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
ক্রমিক নং | গ্রামের নাম | ওয়ার্ড |
১ | পোড়াবাড়ি
|
১ |
২ | মল্লিকার টেক | ১ |
৩ | ঘোড়াদিয়া | ১ |
৪ | বিপিএটিসি
|
২ |
৫ | চাপাইন
|
৩ |
৬ | দেওগাঁও
|
৪ |
৭ | মিটন | ৫ |
৮ | কৃষ্ণপুর | ৫ |
৯ | উত্তর কলমা
|
৬ |
১০ | দক্ষিণ কলমা
|
৭ |
১১ | ধরেন্ডা
|
৮ |
১২ | নামাগেন্ডা
|
৯ |
|
|
|
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৫) ইউ ডি সি উদ্যোক্তা - ০২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস